ক্যান্সেল কালচারে বিশ্বাস করি না, এটা 'মূর্খতা': উডি অ্যালেন

www.tbsnews.net প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৭

মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা উডি অ্যালেন জানিয়েছেন, সিনেমা ইন্ডাস্ট্রির 'ক্যান্সেল কালচার' বিষয়টিকে 'মূর্খতা' বলে মনে করেন তিনি। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও নিজেকে কখনোই 'ক্যান্সেলড', অর্থাৎ অন্যরা তাকে বর্জন বা প্রত্যাখ্যান করেছে বলে মনে করেননি বলে জানান তিনি। তবে অবসরে যাওয়ার কথা বিবেচনা করবেন বলে জানান ৮৭ বছর বয়সী এই নির্মাতা।


সিনেমা ইতিহাসে উডি অ্যালেন একইসঙ্গে বিতর্কিত ও নন্দিত একজন ব্যক্তিত্ব। ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি হাজির হয়েছেন নিজের সর্বশেষ প্রজেক্ট 'ক্যু দে শনস' নিয়ে। সেখানে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্যান্সেল কালচারসহ আরও অনেক বিষয়ে কথা বলেন।


উডি অ্যালেনকে যখন প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তাকে বর্জন করা হয়েছে এমনটা অনুভব করেন কিনা; তখন তিনি উত্তর দেন, "আপনাকে যদি প্রত্যাখ্যান করাই হয়, তাহলে এই সংস্কৃতির দ্বারাই হতে হচ্ছে। আমার কাছে পুরো ব্যাপারটাই মূর্খতা বলে মনে হয়। আমি এ নিয়ে ভাবিই না। আমি জানিনা 'ক্যান্সেলড' হওয়ার মানে কি। আমার কাছে মনে হয়, এতগুলো বছর ধরে সবকিছু একই রকম আছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও