সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন খন্দকার মোশাররফ

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৯

দুই মাসের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসার পর আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে।


গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে খন্দকার মোশাররফের দেশে ফেরার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এতে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসা নিয়েছেন। সেখানে সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ শেন শাইর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৭ জুন তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর নেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও