শিল্পোদ্যোক্তার কৃষি খামার
সময় দ্রুত চলমান। এরই সঙ্গে চলমান মানুষের জীবন-জীবিকা, চিন্তা, স্বপ্ন, সাফল্য—সবকিছুই। সময়ের এই পরিবর্তনকে নিবিড়ভাবে উপলব্ধির জন্য আমরা কৃষির দিকে তাকিয়ে আছি। দুই, তিন বা চার দশকের বিবেচনায় এই খাতের মতো পরিবর্তন আর কোথাও আসেনি। একমাত্র কৃষি খাতকে সামনে রেখেই বলা যায়, প্রতিটি দিন পরিবর্তিত দিন। প্রতিটি দিন পাল্টে যাওয়া দিন। একসময় কৃষক একা কৃষি নিয়ে ভাবতেন, এখন সেই ভাবনা ভাগ হয়ে গেছে। কৃষিতে বড় ব্যবসায়ীরা এসে গেছেন।
কৃষির বাণিজ্যিক পরিধিও বিশাল আকার ধারণ করেছে। এখন কৃষির লাভ-লোকসানের হিসাব শুধু গ্রামের সাধারণ প্রান্তিক একজন কৃষকই কষেন না, হিসাব কষেন বড় বড় ব্যবসায়ীও। কারণ তাঁরাও এখন সবচেয়ে লাভজনক খাত হিসেবে বিনিয়োগ করছেন কৃষিতে।অনেকে শখের বশে কৃষি শুরু করে পরে এখানে খুঁজে পাচ্ছেন বিশাল লাভের এক ক্ষেত্র।