বিমানবন্দরে চুরি হওয়া সোনার দাম কত, ক্ষতি কার এবং একটি প্রশ্ন
এক কেজি বা দুই কেজি নয়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের লকার থেকে চুরি গেছে পাক্কা ৫৫ কেজি সোনা। এই সোনার দাম কত, তা জানলে আপনার চোখ কপালে উঠবে।
জানা দরকার আসলে ক্ষতিটা কার হলো—মানুষের না সরকারের। আর বিমানবন্দরে উদ্ধার হওয়া সোনার গন্তব্য কী, সেটাও জেনে রাখতে পারেন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত ২৫ আগস্ট সোনার নতুন দাম ঘোষণা করে। এতে ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয় ৮ হাজার ৬৮০ টাকা। এক হাজার গ্রামে এক কেজি। মানে হলো, এক কেজি সোনার দাম ৮৬ লাখ ৮০ হাজার টাকা।
সোনার মান যদি ২২ ক্যারেট না হয়, তাহলে দাম আরেকটু কম হবে। বাজুস নির্ধারিত দর ২১ ক্যারেটের ক্ষেত্রে গ্রাম প্রতি ৮ হাজার ২৮৫ টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৭ হাজার ১০০ টাকা।
গ্রামের হিসাবে যাঁরা বিভ্রান্ত, তাঁরা জেনে রাখুন ভরির হিসাব। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি। এক কেজিতে প্রায় ৮৬ ভরি সোনা হয়। বাজারে এখন সোনার ভরি (২২ ক্যারেট) এক লাখ টাকার কিছু বেশি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সোনার দাম
- সোনা চুরি
- শুল্ক বিভাগ