অবসরের পর পরিচালক হতে পারবেন ব্যাংক কর্মকর্তারা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩
নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরে গেলে ওই কর্মকর্তার একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না এতদিন। এ শর্ত শিথিল করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন।
তবে অবসরে যাওয়ার পর পরই ব্যাংকের পরিচালক হতে পারবেন না তারা। এজন্য অপেক্ষা করতে হবে ৫ বছর।
রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে অবসরে যাওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে