![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/640x359x1/uploads/media/2021/09/01/642302aff839b1ee6edeea31d954b06b-612e87bc5b6ea.jpg?jadewits_media_id=21917)
বিমানবন্দরে কাস্টমসের ভোল্ট থেকে ‘১৫ কেজি স্বর্ণ চুরি’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।