কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সবচেয়ে বেশি ধর্ষণ ও পারিবারিক নির্যাতন

প্রথম আলো প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮

কত কারণে কত ধরনের যে নারী নির্যাতন! এক নারী বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, তাই ক্ষুব্ধ স্বামী ওই নারীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে দিয়েছেন। বাড়ি থেকে টাকা এনে দেওয়ার চাপ দিয়ে অপর এক নারীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর স্বামী। সদ্য কাজে যোগ দেওয়া একটি মেয়ে কারখানার ভেতরে ধর্ষণের শিকার হয়েছেন। ভিন্ন ঘটনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির কিশোরী মেয়েটিকে ধর্ষণের শিকার হতে হয়েছে।


এ ঘটনাগুলোর ক্ষেত্রে নিপীড়কের ভূমিকায় পুরুষ। নির্যাতন নিয়ে কাজ করতে গিয়ে এসব ভুক্তভোগী নারী ও পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। ভুক্তভোগীদের আক্ষেপ, ‘তাঁদের সঙ্গে কেন এমন হলো!’


অসংখ্য নারী নির্যাতনের মধ্যে এগুলো কিছু উদাহরণমাত্র। উচ্চ আদালতের তথ্য বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলা এখন দেড় লাখ ছাড়িয়েছে। দেশের ৬৪ জেলায় ৯৯টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ বছরের ৩০ জুন পর্যন্ত মোট বিচারাধীন মামলা ১ লাখ ৬১ হাজার ২১৮টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও