ইউক্রেনে রণকৌশল বদলেছে রাশিয়া, আটকে দিচ্ছে প্রতিপক্ষকে

www.ajkerpatrika.com ইউক্রেন প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫

ইউক্রেনের রণক্ষেত্রে দেশটির প্রতিরক্ষা বাহিনীর পাল্টা আক্রমণের মুখে রণকৌশল বদলেছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে পাল্টা রণকৌশলে ঘায়েল করছে প্রতিপক্ষকে। এমনটাই বলা হয়েছে গত শনিবারে প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। 


প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে জাপোরিঝিয়ার রণক্ষেত্রে একটি একটি করে গ্রাম বা নগর দখল করার চেষ্টা করছি সে সময়ে রুশ বাহিনী ইউক্রেনীয়দের রুখতে বিপজ্জনক ও ধ্বংসাত্মক সব ফাঁদ ব্যবহার করছে। এতে ফলাফলও পেয়েছে হাতে নাতে। 


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিগত দুই মাসে পাল্টা আক্রমণ সফল করতে গিয়ে ইউক্রেন ৪৩ হাজার সৈন্য হারিয়েছে। এই চড়া মূল্যের বিপরীতে মাত্র কয়েক বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে জাপোরিঝিয়া অঞ্চলে। কিয়েভ এই হতাহতের সংখ্যার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, এমনকি প্রত্যাখ্যান করেনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও