You have reached your daily news limit

Please log in to continue


পরনের কাপড় ছাড়া সবই নিয়ে গেছে নদী

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কয়েক মুহূর্তের মধ্যেই যমুনার তীরবর্তী শতাধিক বাড়ি নদীর পানিতে বিলীন হয়ে গেছে।  

এতে নিমিষেই গ্রামবাসীর বসতবাড়ি, ফলের গাছ, ঘরের তৈজসপত্র, বিছানা-বালিশ নদীতে ভেসে যায়।

অনেকের হাঁস-মুরগিও নদীতে ভেসে গেছে। কেউ কেউ পরনের কাপড় ছাড়া কিছুই নিতে পারেনি।

উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় বন্যা নিয়ন্ত্রণের পুরাতন বাঁধের পূর্বপাশে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে আকস্মিক এই ভাঙন দেখা দেয়। মাত্র ৩০ মিনিটের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নদীপাড়ের মানুষরা। এরপর সহস্রাধিক পরিবার তাদের বাড়িঘর সরিয়ে ফেলেন।

স্থানীয়রা জানান, ইছামারা মোড় থেকে একটি বাঁধ পূর্ব যমুনা নদীর দিকে প্রায় ৫০০ মিটার বিস্তৃত ছিল। গত ২৫ বছর আগে এই বাঁধের পাশে কয়েকশ পরিবার বসতি গড়ে তোলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে যমুনার তীব্র স্রোতের কারণে বাঁধ ভাঙতে শুরু করে। এরপর বাড়িঘর চোখের পলকে পানির নিচে তলিয়ে যায়। ফলে তারা বাড়ি ঘর এবং ঘরের মধ্যে থাকা জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন