![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/01/161fc0729d8f6de4b2f1c8078ace1e0c-64f144fc6d333.jpg)
এ সপ্তাহের ওটিটি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
অপলাপ (বাংলা সিনেমা)।
অভিনয়: নিপুণ আক্তার, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী ঊর্বি।
দেখা যাবে: দীপ্ত প্লে।
গল্পসংক্ষেপ: মনোবিদ অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সুমিকে হত্যার অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। তবে অর্কের ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস, খুনটা অর্ক করেনি। সাহায্যের আশায় অর্কের বাল্যবন্ধু এডিসি সাইফ হাসানের শরণাপন্ন হয় বর্ষা। অর্ককে নির্দোষ প্রমাণ করে সাইফ। তখনই বেরিয়ে আসে এক নির্মম সত্য।