মাসসেরার দৌড়ে রোনালদো

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১

চলতি বছরের জানুয়ারিতে আল নাসরে নাম লেখানো ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ফুটবলের গত মৌসুমের শেষ ভাগটা পেয়েছিলেন। তখনো তার সামনে হাতছানি ছিল তিনটি শিরোপা জয়ের। কিন্তু সৌদি আরবের ফুটবলে সেভাবে আলো ছড়াতে পারেননি পর্তুগিজ তারকা। সৌদি আরবের ফুটবলে প্রথম মৌসুমে একটি শিরোপাও জিততে পারেননি। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।


তবে সৌদি আরবের ফুটবলে নতুন মৌসুমটা খুব ভালোভাবে শুরু করেছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে করে ফেলেছেন ১১ গোল। এর মধ্যেই একটি শিরোপাও জিতেছেন। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেই শিরোপা জয়ের পথে আল নাসর ফাইনালে তার জোড়া গোলেই আল হিলালকে হারিয়েছে ২–১ ব্যবধানে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে সব মিলিয়ে ৬ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও