ডেঙ্গুতে অগাস্টে রেকর্ড ৩৪২ মৃত্যু

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১৮:১২

ডেঙ্গুতে এক মাসে তিনশর বেশি মৃত্যু প্রথম দেখল বাংলাদেশ; হাসপাতালেও ৭০ হাজারের বেশি রোগীকে আগে যেতে হয়নি। দুটো ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ে ভয়াল মাস হিসেবে দেখা দিল বিদায়ী অগাস্ট।


অগাস্টের শেষ দিন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু এবং ২৩০৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে।


তাতে দেখা যায়, এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে অগাস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু ঘটেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে ৭১ হাজার ৯৭৬ জনকে।


বাংলাদেশে এর আগে ২০১৯ সালের অগাস্ট মাসে ৫২ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলের। এতদিন সেটাই ছিল এক মাসে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা। আর এর আগে সারা বছরেও তিনশর বেশি মানুষের মৃত্যু হয়নি।


নতুন রোগীদের নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮০৮ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৩।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও