ফুসফুস ক্যানসারের একটি নতুন ওষুধের ট্রায়ালে আশার আলো

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ মে ২০২৫, ২২:৪২

চীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।


রোববার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধটি নিয়ে গবেষণার ফলাফল গত ২৮ এপ্রিল ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চের বার্ষিক সম্মেলনে এটি উপস্থাপন করা হয়।


ওষুধটির নাম জংগার্টিনিব। এটি ‘এইচইআর২-মিউটেটেড নন-স্মল সেল’ লাং ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে এই ধরনের ক্যানসার শুধু একটি অনুমোদিত চিকিৎসার মাধ্যমেই নিয়ন্ত্রণে আনা যেত। সেই চিকিৎসাপদ্ধতি ছিল ‘ইনট্রাভেনাস অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট’ (এডিসি) থেরাপি। তবে এডিসি থেরাপিতে ডায়রিয়া, বমি বমি ভাব, ক্লান্তি এবং ত্বকের র‍্যাশের মতো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।


গবেষণায় দেখা গেছে, জংগার্টিনিব ওষুধটি এইচইআর ২ প্রোটিনকে লক্ষ্য করে তার টাইরোসিন কিনেজ কার্যকারিতা বন্ধ করে দেয়, যা কোষ বৃদ্ধির সংকেত দেওয়ার জন্য দায়ী। এতে ক্যানসার কোষের বৃদ্ধি থেমে যায়।


চীনা একাডেমি অব মেডিকেল সায়েন্সেস ক্যানসার হাসপাতালের অধ্যাপক ওয়াং শিন বলেছেন, ‘এইচইআর২-মিউটেন্ট ফুসফুস ক্যানসারে লক্ষ্যভিত্তিক চিকিৎসায় নতুন মাইলফলক গড়তে পারে জংগার্টিনিব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও