![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1d63e6da-a8a2-4b30-a01c-0443c6229cd7%252Feditorial_3.png%3Frect%3D0%252C84%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
কোনো মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পাওয়া আসামির জন্য একপ্রকার অধিকার। যদি বাদীপক্ষ বা কারও জন্য হুমকি না থাকে, দেশ থেকে পালিয়ে যাওয়ারও আশঙ্কা না থাকে, এমন কিছু কারণ বিবেচনায় আদালত আসামিকে জামিন দিয়ে থাকেন।
কিন্তু সেই জামিন পাওয়া আসামি যদি বাদীপক্ষের বাড়িতে গিয়ে আতঙ্ক তৈরি করেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিন পেয়ে বাদ্যযন্ত্র নিয়ে উল্লাস করে বাদীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত জুলাই মাসে ১০ বছর বয়সী এক শিশুকে আলেফ শেখ (৭০) নামের এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন। ওই দিনই শিশুর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন। রাতেই পুলিশ আলেফ শেখকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষণচেষ্টা মামলায় আলেফ শেখের বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তার মতে, তদন্তে আলেফ শেখের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।