কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুষ্টিয়ায় সাপে কাটা রোগীদের প্রতিষেধক নেই, ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন কুষ্টিয়া প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৮:৪২

কুষ্টিয়ায় চলতি মাসে সাপের কামড়ে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন হাসপাতালে এসেও প্রতিষেধক অ্যান্টিভেনম টিকা পাননি। কারণ জেলার সরকারি হাসপাতালগুলোতে নেই সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ অ্যান্টিভেনম। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিন মাস ধরে নেই এই প্রতিষেধক।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ আগস্ট সদরের কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহিম ফারাজির স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও তার সাত মাসের শিশুসন্তান নুসরাত জাহানকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়, আয়েশাকে ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম টিকা না থাকায় আয়েশার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয়রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও