
লিটনের বিকল্প কেন এনামুল
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১৭:৫১
টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির ধাক্কা। প্রথমে পেসার ইবাদত হোসেন, এরপর জ্বরে পড়ে ওপেনার লিটন দাসও ছিটকে পড়লেন এশিয়া কাপ থেকে।
এ অবস্থায় লিটনের বিকল্প কে হতে পারতেন দলে? হতে পারতেন জাকির হাসান। এশিয়া কাপ খেলতে আসা জাতীয় দলের বাইরেও নির্বাচকেরা আরও যে কয়জন ক্রিকেটারকে ঢাকায় অনুশীলনের মধ্যে রেখেছেন, সেখানে তিনিই ছিলেন লিটনের পরিবর্তে ওপেনার হিসেবে দলে আসার মতো। কিন্তু নেওয়া হলো এনামুল হোসেন বিজয়কে, আজ দুপুরেই যিনি ঢাকা থেকে শ্রীলঙ্কার বিমান ধরেছেন।