অরুণাচলকে নিজেদের দাবি চীনের, ভারতের প্রতিবাদ
অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখণ্ড নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে চীন। সোমবার চীন তাদের ওই নতুন মানচিত্র প্রকাশ করে। তারপরেই তীব্র প্রতিবাদে সরব হয়েছে ভারত। মঙ্গলবার (২৯ আগস্ট) ভারতের পররাষ্ট্রমন্ত্রণায় জানিয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণেই সীমানা নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে।
সোমবার তাদের মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করে চীন। তাতে অরুণাচল প্রদেশ, আকসাই চীন অঞ্চল, তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগর তাদের দেশের সীমানার অধীনে দেখানো হয়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, আমরা আজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের ২০২৩ সালের মানচিত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। এতে তারা নিজেদের অধীনে ভারতের ভূখণ্ডকে দেখিয়েছে। আমরা এগুলো প্রত্যাখ্যান করছি। কারণ এর কোনো ভিত্তিই নেই। চীনের এই ধরনের পদক্ষেপের কারণে সীমানা সমস্যা ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবি
- ভূখণ্ড