কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভেজাল’ নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে

দৈনিক আমাদের সময় অদ্বৈত মারুত প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১৫:৫২

‘ভেজাল’ খাঁটি দেশি শব্দ হলেও জিনিসটার ব্যবহার মোটেও সুখকর নয়। একদম বিশুদ্ধ দ্রব্যের সঙ্গে অপকৃষ্ট দ্রব্যের মিশ্রণ, মানেÑ জিনিসটা পেটে গেলে পিঠে যেমন আর সয় না, তেমনি মগজে গেঁথে গেলে তার পরিণাম কোথায় গিয়ে যে দাঁড়ায়, তা হাড়ে হাড়ে টের পাওয়া ভুক্তিভোগীর সংখ্যা মোটেও কম নয়।


অনেক আগে সুকান্ত ভট্টাচার্যের ‘ভেজাল’ শিরোনামে একটি ছড়া পড়েছিলামÑ ‘ভেজাল, ভেজাল, ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,/ ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়।’ বারো লাইনের ছড়ায় সুকান্ত যা বর্ণনা করেছেন, তাতে সেই ব্রিটিশ আমলেও খাঁটি জিনিস পাটনা থেকে পাবনা পর্যন্ত অর্থাৎ ভূ-ভারতে পাওয়াটা ছিল একেবারেই দুষ্কর। সত্যি তো, খাঁটি জিনিসের আজ খুবই অভাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও