একনেকে ১৪ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ১৫:৪৭

বিভিন্ন খাতের ২৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)। এরমধ্যে ১৩টি নতুন প্রকল্প, ৭টি প্রকল্প সংশোধন করা হয়েছে, এছাড়া চতুর্থ-পঞ্চম দফায় মেয়াদ বেড়েছে ৫টি প্রকল্পের। এর বাহিরে পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত সাতটি প্রকল্প সবাই অবহিত করার জন্য তোলা হয়।


আজ মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নতুন প্রকল্পের অর্থ ও চলমান প্রকল্পের বাড়তি ব্যয়সহ প্রকল্পগুলোতে মোট খরচ হবে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা। 


সভা শেষে প্রকল্পগুলো নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও