হরিয়ানার নুহতে ফের উত্তেজনা, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান-ব্যাংক
সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ আগস্ট) কর্তৃপক্ষের অনুমতি না পেয়েও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নুহতে মিছিল করার ঘোষণা দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নুহ’র সব শিক্ষপ্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাছাড়া জেলাজুড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি, জেলাটিতে তিনদিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখার পাশাপাশি বাইরে থেকে নুহতে প্রবেশও নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।