You have reached your daily news limit

Please log in to continue


মোবাইলে গেইমটি খেললেই অর্থ পায় মিয়ানমারের জান্তাবিরোধী আন্দোলন

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে গ্রেপ্তার হন ‘কো টুত’-এর বন্ধু ও তার গর্ভবতী স্ত্রী। এই ঘটনার পর টুত এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে নিজের আইটি দক্ষতা ব্যবহার করে দেশটির সামরিক শাসন ধ্বংস করে দেওয়ার লক্ষ্যস্থির করেছেন তিনি।

ওই লক্ষ্যে টুত এমন এক মোবাইল গেইম বানিয়েছেন, যা মিয়ানমারে ঘটে যাওয়া ‘সত্যিকারের ঘটনার’ ভিত্তিতে তৈরি। এরইমধ্যে সাফল্য দেখিয়েছে গেইমটি। আর দেশটির সামরিক জান্তার ওপর চাপ বাড়ানোর পাশাপাশি সেনাবিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয় তহবিলও আসছে গেইমটি থেকে।

“তারা জীবনে কোনোদিন একটি অপরাধও করেনি।” – গণতন্ত্রকামী আন্দোলনে সমর্থনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দম্পতি সম্পর্কে বলেন টুত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন