You have reached your daily news limit

Please log in to continue


ভয় তাড়া করে নুসরাতকে

শুরুতেই অভিনয়ে বলেন নিজের ভয়ের কথা, ‘নতুন কিছু করার আগে সবচেয়ে ভয় লাগে—দর্শক কীভাবে এটা গ্রহণ করবেন। তার ওপর একেলির সঙ্গে কোনো বড় নাম জড়িয়ে নেই। তাই জানি না দর্শক ছবিটি দেখতে আসবেন কি না।’

এর আগে ‘ছোরি’, ‘জনহিত মে জারি’ ছবি দুটি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নুসরাত। এ নিয়ে তৃতীয়বার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনি।

তাঁর কথায়, ‘তৃতীয়বার এই সুযোগ পেলাম, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সত্যি বলতে আমি গর্বিত।’ নারীপ্রধান ছবির প্রসঙ্গে নুসরাত বলেন, ‘এ ধরনের ছবিতে অভিনয় করা আমার কাছে সত্যি চ্যালেঞ্জিং। বাকি নায়িকাদের কথা বলতে পারব না। এখন একটা ছবি ভালো না মন্দ তার মানদণ্ড বক্স অফিসের আয়। আমি বুঝতে পারি না, দর্শক যদি ছবিটি দেখতে না যান, তাহলে কি করে বলতে পারেন যে ছবিটি ভালো নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন