পশ্চিমবঙ্গে পটকা কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বেআইনি একটি পটকা বা বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার দত্তপুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, আরও দেহ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে। পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। তদারকিতে আছেন বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে দত্তপুকুরের বেআইনি পটকা কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানার মালিক তৃণমূল কর্মী আজিবুর রহমান। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে তা ২০ কিলোমিটার দূরের বারাসাত জেলা সদর থেকেও শোনা গেছে। এলাকার বেশ কয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ বলেছে, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে।