ভারতের চাল রপ্তানিতে আরও বিধিনিষেধ, এবারের লক্ষ্য বাসমতী
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১৬:৫৫
চাল রপ্তানি সীমিত করতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই ধারাবাহিকতায় এবার বাসমতী চাল রপ্তানিতে টনপ্রতি ন্যূনতম মূল্য বেঁধে দিয়েছে তারা। ফলে ভারতের ব্যবসায়ীদের বাসমতী চাল রপ্তানি করতে হবে টনপ্রতি কমপক্ষে ১ হাজার ২০০ ডলার দরে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সামনে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন, তার আগে স্থানীয় বাজারে চালের দাম যেন না বাড়ে, তা নিশ্চিত করতেই বিজেপি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বাসমতী চালের চালানের মূল্য টনপ্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে হলে তা স্থগিত করে অ্যাগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির (এপিইডিএ) কাছে পাঠাতে পারে, যাদের হাতে বাসমতী চালের রপ্তানি নিয়ন্ত্রণ।