![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2Fc0398831-3107-4521-8f79-3912575f8779%2Fkhagrachhri_270823_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
পাহাড় ধস: মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ
ভারি বৃষ্টিতে পাহাড় ধসে খাগড়াছড়ি জেলার মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।
গত শনিবার রাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা জানান।
পুরাতন সেনা ক্যাম্প এলাকায় পাহাড় ধসেছে জানিয়ে রেদাক মারমা বলেন, সড়কটি সেনাবাহিনীর ২০ ইসিবির আওতাভুক্ত।
তিনি বলেন, “আমি নিজে ঘটনাস্থলে যাইনি; এখন বোধহয় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”
ঘটনাস্থল পরিদর্শে গিয়ে জেলার গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা একসাথে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- যান চলাচল বন্ধ
- পাহাড় ধস