‘চোখের সামনোত বাড়িটা তিস্তা নদীত চলি গেইছে’

ঢাকা পোষ্ট কুড়িগ্রাম প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২৩:১০

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে তীব্র ভাঙনও। প্লাবিত হয়ে পড়েছে বহু নিম্নাঞ্চল। ডুবে গেছে সবজি ও আমন ধানের ক্ষেত। এছাড়া আশপাশের অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। 


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার বিকেল ৩টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার, ধরলার পানি কুড়িগ্রাম সদর সেতু পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার, তালুকশিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার, দুধ কুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও