বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল-উত্তরাখণ্ড, গরমে পুড়ছে কেরালা

জাগো নিউজ ২৪ ভারত প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ২২:১৬

উত্তর ভারতের বেশির ভাগ রাজ্যে যখন বৃষ্টির তাণ্ডব চলছে, তার ঠিক উল্টো চিত্র ধরা পড়লো দক্ষিণ ভারতেরই একটি রাজ্যে। বৃষ্টি নয়, বরং গরমে পুড়ছে উপকূলীয় রাজ্য কেরালা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই রাজ্যের ১৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।


বর্ষার মৌসুমের কারণে যেখানে ভারতের অন্যান্য প্রান্তে তাপমাত্রা কিছুটা কমছে, সেখানে কেরালায় তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে। আগস্টেও এই রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।


রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে রাজ্যবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হচ্ছে তাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও