You have reached your daily news limit

Please log in to continue


ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত সপ্তাহ শেষে ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমেছে। ভারতীয় মুদ্রা রুপির মান ধরে রাখার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করার কারণেই রিজার্ভ কমেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরবিআই গত শুক্রবার রিজার্ভের সর্বশেষ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৩০ কোটি ডলার কমেছে। ফলে ১৮ আগস্ট নাগাদ দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৫৯৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

তবে এর আগের সপ্তাহে দেশটির রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারের ওপরে ছিল। ওই সপ্তাহে ৭০৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে রিজার্ভ পৌঁছেছিল ৬০২ দশমিক ২০ বিলিয়ন বা ৬০ হাজার ২২০ কোটি ডলারে।

বিশ্লেষকেরা বলেছেন, সম্প্রতি ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির মান কমেছে। ১৪ আগস্ট প্রতি ডলারের বিপরীতে সেই মান ছিল ৮৩ রুপি। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করলে রিজার্ভও কমে যায়। তবে শুধু ভারতেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার দরপতন হয়েছে।

অন্যদিকে রিজার্ভ কমে যাওয়ার ঘটনায় ভারতের কাছে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের দাম কমে যাওয়াকেও ইঙ্গিত করে। কারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানো হয়েছে। এতে নতুন বন্ডের দাম বাড়লেও পুরোনো বন্ডের দাম কমছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন