কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গুর সাধারণ ও মারাত্মক লক্ষণ কি কি?

দেশ রূপান্তর প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ১৫:৪৩

বেশির ভাগ ডেঙ্গু রোগী এমনিতেই ভালো হয়ে যায়। হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখলে ডেঙ্গু রোগীকে হাসপাতালে নিতে হবে। এর জন্য চিনে রাখতে হবে ডেঙ্গুর মারাত্মক কিছু লক্ষণ—


ডেঙ্গুর লক্ষণ দুই ধরনের হয়ে থাকে—


সাধারণ লক্ষণ


* জ্বর
* মাথা ব্যথা
* চোখ ব্যথা
* শরীর ব্যথা
* গায়ে লাল লাল র‌্যাশ
* বমি


মারাত্মক লক্ষণ


* প্রস্রাব কমে যাওয়া বা ৬ ঘণ্টা প্রস্রাব না হওয়া।
* প্রচণ্ড পেটে ব্যথা
* নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া
* রক্ত বমি
* প্রস্রাবে রক্ত
* কালো পায়খানা
* একটানা বমি হওয়া
* নিস্তেজ হয়ে যাওয়া
* হঠাৎ আচরণে পরিবর্তন
* ঘুম ঘুম ভাব
* অত্যধিক পানির পিপাসা
* অনবরত কান্না (শিশুর ক্ষেত্রে)
* ফ্যাকাসে ভাব
* হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া
* শ্বাসকষ্ট
* হাত, পা, পেট ও ফুসফুসে পানি আসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও