খেলাপি ঋণ আর ঋণ জালিয়াতিতে চরম বিশৃঙ্খল ব্যাংক খাত। একদিকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, অন্যদিকে মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকার ঋণের জন্য কৃষকের গ্রেপ্তার ও ঘরছাড়া হওয়ার খবরও আমাদের দেখতে হয়েছে।
সেই ধারাবাহিকতায় লাখ লাখ টাকায় ‘গায়েবি ঋণে’ রীতিমতো মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৫৫ জন হতদরিদ্রের ওপর। তাঁদের নামে ব্যাংকে হিসাব খুলে তুলে নেওয়া হয়েছে এসব টাকা। এখন ঋণ পরিশোধে ব্যাংকের নোটিশ পেয়ে দিশাহারা এসব মানুষ।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের এসব মানুষ পেশায় কেউ কৃষক, কেউ বাবুর্চি, কেউ দিনমজুর। একদিন কাজে না গেলে তাঁদের পেটে ভাত জোটে না। অনেকের ঘরবাড়িও বেহাল। ব্যাংকে কীভাবে ঋণের জন্য আবেদন করতে হয়, তা-ও জানেন না।
- ট্যাগ:
- মতামত
- ঋণ জালিয়াতি
- খেলাপি ঋণ
- ব্যাংক খাত