চাঁদের দক্ষিণ মেরুতেই কেন নজর সবার?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১৬:৪৮
চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামানোর একেবারে দ্বারপ্রান্তে আছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো।
এর মাধ্যমে ভারতের মহাকাশ লক্ষ্যমাত্রা এগিয়ে যাওয়ার পাশাপাশি চাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জমাটবদ্ধ বরফ সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।
চাঁদে জমাট বরফের সম্ভাব্য উপস্থিতি নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে রয়টার্স। আর বিভিন্ন মহাকাশ সংস্থা ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানি কেন একে চাঁদে আবাস তৈরি, খনিজ আহরণ ও মঙ্গল গ্রহে সম্ভাব্য অভিযান পরিচালনার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে, সেটিও ব্যাখ্যা করা হয়েছে এতে।