বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ১০৮ শতাংশ
ডেইলি স্টার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ১৩:১৬
বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন ও রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির কারণে ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের আয় ১০৮ শতাংশ বেড়েছে।
এর পরিমাণ ৬ হাজার কোটি টাকা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ডেইলি স্টারকে বলেন, বৈদেশিক ও স্থানীয় মুদ্রাভিত্তিক আর্থিক সম্পদ থেকে কেন্দ্রীয় ব্যাংকের আয় বেড়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে