You have reached your daily news limit

Please log in to continue


শুরুতেই অন্বেষার স্বপ্নপূরণ

এমন সুযোগ পাবেন, কল্পনাও করতে পারেননি অন্বেষা ভিজ। বলিউডের নবাগত এই অভিনেত্রী মনে করেন, ক্যারিয়ারের শুরুতেই তাঁর স্বপ্ন পূরণ হয়ে গেছে। একদিকে অক্ষয় কুমার, অন্যদিকে দিকে পঙ্কজ ত্রিপাঠি—দুই তুখোড় অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আহ্লাদে আটখানা অন্বেষা।

অমিত রাই পরিচালিত ওএমজি ২ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই ছবিতে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতমের মতো তারকা অভিনেতারা আছেন। এমন এক ছবির অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত অন্বেষা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁরা নতুন এই আমাকে এই দারুণ সুযোগ দিয়েছেন। ওএমজি ২–এর মতো প্রকল্পে কাজ করা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া। এই ছবির মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

অন্বেষা মনে করেন, ওএমজি ২ তাঁর জন্য এক ‘শিক্ষাসফর’। এই ভ্রমণে তিনি অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি, পবন মালহোত্রা, ইয়ামি গৌতম, অরুণ গোভিলের মতো অভিনেতাদের সান্নিধ্য পেয়ে ধন্য। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সেটে আমি মহান অভিনয়শিল্পীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আর তারই মাধ্যমে আমার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি। অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করা জীবন বদলে যাওয়ার মতো অভিজ্ঞতা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন