মেসির পাশে ৯৫ কোটি টাকায় বাড়ি কিনলেন বুসকেটস

সমকাল প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৯:০১

ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে শিরোপাও জিতেছেন তিনি। তার দেখাদেখি  মায়ামিতে যোগ দিয়েছেন সের্গিও বুসকেটস। 


মেসি কিংবা বুসকেটসদের যুক্তরাষ্ট্র যাওয়া শুধু ফুটবল খেলার জন্য নয়। সেখানে তারা স্থায়ী হতে চান। মেসি যেমন সন্তানদের পড়াশুনা ও সাংস্কৃতিক জীবন যাতে সুন্দর হয় সেজন্য সৌদি আরবের বিশাল অঙ্কের বেতনের প্রস্তাব প্রত্যাখান করে মায়ামি গেছেন। 


মায়ামি গিয়ে মেসি-রোকুজ্জের বাড়ি খুঁজে পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তবে তারা বাড়ি পেয়ে যাওয়ায় সের্গিও বুসকেটসের জন্য বাড়ি খুঁজে পাওয়া সহজ হয়েছে। মায়ামিতে মেসির বাড়ির পাশে একটি বাড়ি কিনেছিল এই স্প্যানিশ মিডফিল্ডার। যে বাড়ি কিনতে তার খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার। বাংলাদেশের হিসাবে যা ৯৫ কোটি টাকার ওপরে। তার বাড়িটা প্রায় এক বিঘা জমির ওপর নির্মিত। যেখানে সাতটি বেড রুম, ছয়টি ওয়াশরুশ আছে, তিনটি গাড়ির পার্কিং আছে। এছাড়া বাড়ির সামনে আছে ১০০ ফিটের একটি লেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও