বিএসএমএমইউর সুপার স্পেশালাইজডে ৫০ রোগীর দেহে সফল রিং প্রতিস্থাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশাইজড হাসপাতালের কেবিনে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে সুপার স্পেশালাইজড হাসপাতালের তৃতীয় তলায় কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টারে হাসপাতালের প্রথম ৫০ রোগীর সফলভাবে এনজিওগ্রামসহ রিং বসানো হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সুপার স্পেশলাইজড হাসপাতালের ৭ম তলায় কেবিনে এ রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।