বলিউডে আর কাজ করতে চাইছেন না রজতাভ! কারণ কী? খোলসা করলেন অভিনেতা
সতীশ কৌশিকের মতো অভিনেতাকে তিনি পর্দায় হুমকি দিচ্ছেন! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ় ‘গানস অ্যান্ড গুলাবস’-এর আফিম মাফিয়া সুকান্তের চরিত্রে রজতাভ দত্তকে দর্শকের পছন্দ হয়েছে। অভিনেতা নিজে কী রকম প্রতিক্রিয়া পেলেন? রজতাভ হেসে বললেন, ‘‘হোয়াটস্অ্যাপ ছাড়া অন্য কোনও সমাজমাধ্যমে আমি নেই। তাই অনুরাগীদের তরফে এখনও কিছু জানতে পারিনি। বন্ধুরা বরং আমাকে মেসেজ করে তাঁদের ভাল লাগার কথা আমাকে জানাচ্ছেন।’’
গত বছর সিরিজ়ের শুটিং হয়েছিল মুসৌরিতে। রাজ এবং কৃষ্ণা ডিকে এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত পরিচালকদ্বয়। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কী রকম? রজতাভ বললেন, ‘‘অসাধারণ। ওঁদের মধ্যে মূলত ফ্লোরে বেশি আসতেন ডিকে। তুলনায় রাজ একটু নেপথ্যে থাকা মানুষ।’’ এরই সঙ্গে অভিনেতার উপলব্ধি, ‘‘ওঁদের কাজের মধ্যে একটা সরস আঙ্গিক থাকে। সত্যজিৎ রায়ের কাজের মধ্যেও সেটা ছিল। রসিকতার দৃষ্টিভঙ্গি থেকে কঠিন পৃথিবীকে দেখার প্রচেষ্টা। সেটা আমার খুব ভাল লেগেছে।’’