কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপেও শঙ্কায় এবাদত

সমকাল প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৯:৩১

বাংলাদেশের ক্রিকেটে শক্তির জায়গা হয়ে উঠেছে পেস বোলিং ইউনিট। দেশের মাটিতেও লাল বা সাদা বলের খেলায় তিন পেসার নিয়ে ম্যাচ খেলার সাহস দেখায় টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের বোলিং ইউনিটও সাজানো হয়েছে পেস বোলারের আধিক্য রেখে। এশিয়া কাপের ১৭ জনের দলে পাঁচজনই পেসার। বিশ্বকাপের ১৫ জনের দলেও যে পাঁচজন পেসার রাখা হবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের জাতীয় নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টকে বেশি পেসার নেওয়ার সাহস জোগাবে ভারতের এশিয়া কাপের স্কোয়াড। গতকাল ঘোষিত ১৭ জনের দলে ছয়জন পেসার রেখেছে তারা। ভারত চাইলে আরও পেসার বা পেস বোলিং অলরাউন্ডার বিকল্প তালিকায় রেখে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারে। 


অথচ বাংলাদেশ তার সেরা পেস বোলিং ইউনিট নিয়ে এশিয়া কাপেও যেতে পারছে না। হাঁটুর চোটের কারণে এবাদতকে দেশে রেখেই শ্রীলঙ্কা যেতে হচ্ছে। শুধু এশিয়া কাপ নয়, ডানহাতি এ পেসারের বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তাই এবাদতের বিকল্প হিসেবে তরুণ তানজিম হাসান সাকিবের কথা ভাবছে জাতীয় দল নির্বাচক প্যানেল। অভিজ্ঞ খালেদ আহমেদও বিবেচনায় আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও