‘সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন’, এবার বললেন কৃষিমন্ত্রী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১৮:৩৮
নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন, এবার বলেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি বলেছেন, ইচ্ছা করলেই মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। দাম নির্ভর করবে সরবরাহের ওপর।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সরকারের সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে চীন, জাপান, ইরান, মিশর ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।