পল্লবীতে তরুণীর মৃত্যু: পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ বাবার
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি ভবন থেকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক তরুণীর মৃত্যুর পর পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তার বাবা।
তার অভিযোগ, তার মেয়ে একটি অপরাধের শিকার হয়েছিলেন। থানায় মামলা করার পর তদন্ত কর্মকর্তার ‘উৎপাতে’ সে আত্মহত্যা করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে পল্লবী থানা পুলিশ বলছে, মেয়েটি ‘দুর্ঘটনাবশত’ ছাদ থেকে পড়ে মারা গেছে।
আফরোজা আক্তার মিমি নামের ২১ বছরের ওই তরুণী মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রকৌশলে পড়ছিলেন।
তার বাবা আফসারউদ্দীন বলেন, তার মেয়ে এক ব্যক্তির প্রতারণার শিকার হয়ে গর্ভপাতে বাধ্য হন। এরপর পল্লবী থানায় ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেন তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশের ভূমিকা
- তরুণীর মৃত্যু