২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত সঠিক হয়নি: ফখরুল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত সঠিক হয়নি বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের নাম এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরোপুরি এ মামলায় সুষ্ঠু তদন্ত না করেই তড়িঘড়ি করে মামলা শেষ করা হয়েছে।
আমরা বারবার বলে এসেছি এ মামলায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক। এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি জঘন্য ঘটনা।
সোমবার (২১ আগস্ট) বিএনপি নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভার শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ মামলায় প্রথমে তারেক রহমানের সংযুক্ত ছিল না। পরে মুফতি হান্নানকে দীর্ঘদিন আটকে রেখে তার জবানবন্দির উপর ভিত্তি করে তারেক রহমানকে যুক্ত করা হয়। এমনকি মুফতি হান্নান এ জবানবন্দির বিরুদ্ধে এফিডেভিট দিয়ে বক্তব্য প্রত্যাহার করেন।
পরবর্তীতে মুফতি হান্নানকে অন্য একটি মামলায় ফাঁসি দিয়ে তড়িঘড়ি করে কার্যকর করা হয়। যাতে তিনি এ মামলায় পরবর্তীতে আর কোর্টে আসার কোনো সুযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।