রোগীদের ভয় দূর করতে সক্ষম অগমেন্টেড রিয়ালিটি
বণিক বার্তা
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১৩:০৭
চিকিৎসার জন্য যেকোনো সময় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। আর যে কারো জন্য এটি ভয়, দুশ্চিন্তা ও উদ্বেগের কারণ। তবে অস্ত্রোপচার পূর্ববর্তী সময়ের পরিচর্যায় বর্তমানে অগমেন্টেড রিয়ালিটি (এআর) ব্যবহৃত হচ্ছে, যা রোগীদের এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। খবর টেকটাইমস।
অস্ত্রোপচারের আগে রোগী বিভিন্ন অনুভূতি প্রকাশ করে থাকে। যার অধিকাংশ হতাশা ও উদ্বেগের সঙ্গে সম্পর্কিত। কেননা শারীরিক জটিলতা অনুযায়ী অস্ত্রোপচারের ধরনও পরিবর্তিত হয়ে থাকে। এছাড়া চিকিৎসায় সফলতার হার কতটুকু হবে, অস্ত্রোপচার-পরবর্তী কোনো সমস্যা হবে কিনা এগুলো ছাড়াও রোগী অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে।