কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেটিং অ্যাপ ব্যবহার করছেন? জেনে রাখুন এসব বিষয়

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ১০:০২

সময়ের দাবি মেনে নতুন ঘটকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ডেটিং অ্যাপগুলো। বাংলাদেশে অনলাইনে যা কিছু খোঁজা হয়, তার মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ‘ফ্রি ডেটিং অ্যাপ’। এসব অ্যাপ নিয়ে নেতিবাচক ধারণা বা অভিজ্ঞতা আছে সন্দেহাতীতভাবেই। তবে এটাও তো ঠিক, সবকিছুরই ইতিবাচক-নেতিবাচক দিক আছে। একইভাবে ডেটিং অ্যাপও হতে পারে ইতিবাচক যোগাযোগমাধ্যম। এসব অ্যাপ ব্যবহার করে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি।


গ্লোবাল ভিলেজ ধারণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ডেটিং অ্যাপ। এখানে লোকে নিজের ছবি, নাম, ই-মেইল, ফোন নম্বর, আগ্রহের বিষয়, অপছন্দ, নিজের সম্পর্কে কিছু কথা ও অন্যান্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলেন। অ্যাপ ‘নিজ উদ্যোগে’ আপনাকে ‘স্টাডি করে’ সম্ভাব্য জীবনসঙ্গী কেমন হতে পারে, সে বিষয়ে সাজেশন বা পরামর্শ দেয়। আপনি সে সাজেশন গ্রহণ করতে পারেন, আবার নিজেই খুঁজে বেড়াতে পারেন সঙ্গী। মনে রাখবেন, জীবনসঙ্গী খুঁজে দেওয়ার পাশাপাশি হতাশা উৎপাদনেও ‘নামডাক’ আছে ডেটিং অ্যাপগুলোর। নারীদের জীবনযাপনবিষয়ক মার্কিন ওয়েবসাইট ‘পিওরওয়াও ডটকম’ অনুসারে চট করে দেখা নেওয়া যাক অনলাইনে জীবনসঙ্গী খোঁজার অ্যাপগুলোতে সঠিক মানুষটাকে খুঁজে পাওয়ার কিছু পরামর্শ।


স্পষ্ট ধারণা


আপনি কি সারা দিন ডেটিং অ্যাপ স্ক্রল করতে থাকেন? একটু বিরতি নিন। কয়েক দিন ডেটিং অ্যাপ ভুলে অন্য কিছুতে মন দিন। মাথাটা খালি আর চাপমুক্ত করুন। এবার ঠান্ডা মাথায় ভাবুন, ডেটিং অ্যাপ থেকে আপনি আদতে কী চাইছেন? অবসরে কথা বলার মানুষ, নাকি যখন বড্ড একা লাগে, সেই সময় কাটানোর জন্য টেক্সটিং সঙ্গী? নাকি একেবারে জীবনসঙ্গী? তারপর আবার হাত বাড়ান ডেটিং অ্যাপের দিকে। একই সময়ে একাধিক মানুষের সঙ্গে কথা বলবেন না। একই সময় একাধিক ডেটিং অ্যাপ ব্যবহারও করবেন না।


ফিল্টার্ড ছবি


অনেক ফিল্টার্ড ছবি পোস্ট করবেন না। ছবি খুবই গুরুত্বপূর্ণ। একটা ছবি ১০০ কথার সমান বার্তা দেয়। যে ছবি অনেক বেশি ফিল্টার্ড, সেখান থেকে তথ্যবিভ্রাট তৈরি হয়। ছবির ভেতর দিয়ে একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চমাত্রার ফিল্টার্ড ছবিতে ব্যক্তিত্ব সঠিকভাবে ধরা দেয় না। এ ছাড়া বিভিন্ন ধরনের ছবি পোস্ট করবেন। একটাতে হয়তো আপনার নিজের মুখটাই মুখ্য থাকতে পারে, আরেকটা ছবিতে আপনার পূর্ণাঙ্গ ছবি রাখতে পারেন, তৃতীয় ছবিটা হতে পারে আপনার পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে।


আপনি যেমন তেমনই


আপনার প্রোফাইলটা এমনভাবে সাজান, যাতে আপনার সঙ্গে কোনো কথোপকথন শুরু করা সহজ হয়। যেমন হয়তো আপনি ঘুরতে পছন্দ করেন। বাঞ্জি জাম্পিংয়ের ছবি দিলেন। রান্না ভালোবাসেন, নিজের পছন্দের একটা রেসিপি শেয়ার করলেন। নিজেকে এমনভাবে উপস্থাপন করুন, যাতে আপনার ব্যক্তিত্ব, ভালো লাগা, মন্দ লাগা সঠিকভাবে উঠে আসে। মনে রাখবেন, আপনি কেবল নিজের স্বতন্ত্রতা দিয়েই নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারবেন। আপনি যেমন, তেমনভাবেই উপস্থাপন করুন নিজেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও