![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252Fae065e3d-2fe7-48a3-87d0-e791fe41afc6%252Fpolio.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
পোলিও শনাক্তের নতুন পদ্ধতি উদ্ভাবন
২০২২ সালে হুট করেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জনস্বাস্থ্য নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়। করোনা মহামারির পরে আবার কী এল বলে গণমাধ্যমগুলোতে প্রশ্ন তোলা হয়। সেই জরুরি অবস্থা জারি করার পেছনে নতুন কোনো মহামারি ছিল না, পুরোনো শত্রু পোলিও আতঙ্কে নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি হয়।
সেবার নিউইয়র্ক সিটির পয়োনিষ্কাশনব্যবস্থায় পোলিও ভাইরাস পাওয়া যায়। নিউইয়র্ক সিটিসহ আশপাশের চারটি এলাকার পয়োনিষ্কাশন নর্দমার নমুনা পরীক্ষা করে পোলিও ভাইরাস পাওয়া গিয়েছিল। নিশ্চিতভাবে একজন রোগীও শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রে গত ১১ বছরের মধ্যে প্রথম কোনো পোলিও রোগী পাওয়া গেল সেবার। স্বাভাবিক সময়ে ৪০ দিনের বেশি লেগে যায় পোলিও শনাক্ত করতে, এবার সেই সময় কমিয়ে নতুন এক পদ্ধতিতে মাত্র তিন সপ্তাহের মধ্যে পোলিও শনাক্তে সাফল্য পেয়েছেন একদল গবেষক।
দ্য জার্নাল অব ইনফেকশাস ডিজিজে নতুন পদ্ধতির কার্যকারিতা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে গবেষক দল। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত শিশুদের মলের তথ্য ব্যবহার করে তারা এই পদ্ধতি শনাক্ত করেছে। আফ্রিকার বিভিন্ন দেশ পোলিওর ঝুঁকিতে আছে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদেরা।