আর্থিক খাতে মৌলিক সংস্কার এখন জরুরি

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৯:৩২

বৈদেশিক মুদ্রার সংকট দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ মেয়াদে ডলারের দাম ধরে রাখলে তা আরও বেশি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। আর সরকারের সঙ্গে ব্যবসায়ীদের ‘নেক্সাসের’ কারণে বাজারে শৃঙ্খলা ফিরছে না বলেও মন্তব্য করেছেন তাঁরা।


মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট আয়োজিত ‘বৈশ্বিক, আঞ্চলিক ও বাংলাদেশের অর্থনৈতিক আউটলুক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন তাঁরা। গতকাল রোববার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনায় অংশ নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, দেশের আর্থিক হিসাব অতীতে কখনোই ঘাটতিতে ছিল না। বর্তমানে এটি নতুন সমস্যা হিসেবে সামনে এসেছে। এ অবস্থায় দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আর্থিক খাতের মৌলিক সংস্কার জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও