কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মৃতিতে ভয়াবহ ২১ আগস্ট, শরীরে স্প্লিন্টার

ডেইলি স্টার প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৯:১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা…। প্রশ্ন শেষ করার আগেই এটুকু শুনে কেঁপে ওঠেন দৌলতুন নাহার। তার চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে যন্ত্রণা আর মানসিক আঘাতের ছাপ। তার শরীরে আজও রয়ে গেছে কয়েক শ স্প্লিন্টার, যার ব্যথায় রাতের পর রাত ঘুমাতে পারেন না তিনি।


৫৫ বছর বয়সী এই নারী সেদিনের ভয়াবহ হামলা বেঁচে গেলেও হারিয়েছেন বাম চোখের দৃষ্টি। সেই সঙ্গে তৈরি হয়েছে নানান স্বাস্থ্যগত জটিলতা। বাংলাদেশ ও ভারতে ৬টি অস্ত্রোপচারের পরও ঠিকমতো হাঁটতে পারেন না দৌলতুন নাহার। সেদিনের কথা মনে পড়লে আজও তার হাড় হিম হয়ে আসে।


তৎকালীন পল্লবী থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দৌলতুন নাহার দ্য ডেইলি স্টারকে বলেন, 'নেত্রীর (আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা) বক্তৃতা শেষের দিকে। তখন হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। তারপর আরও কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ হলো। স্প্লিন্টারের আঘাতে আমি নিচে পড়ে যাই এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখতে পাই, আমার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে।'


তিনি আরও বলেন, 'সবকিছু আজও মনে হয় যেন দুঃস্বপ্ন। অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই কষ্টের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারি না। আমরা এখন শুধু চাই, অপরাধীদের বিচার ও মৃত্যুদণ্ড।'


আজ ২১ আগস্ট সেই ভয়াবহ হামলার ১৯তম বার্ষিকী। সেই হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন অন্তত ৩০০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও