কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

গোল শোধে মরিয়া ইংল্যান্ড একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত  পারল না। স্পেনের রক্ষণ দেয়ালের দৃঢ়তায় হতাশ হলো তারা। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধে দেওয়া গোল ধরে রাখল স্প্যানিশরা। শেষ বাঁশি  বাজার সঙ্গে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জেতার উল্লাসে মাতল তারা।

রোববার সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ২৯ মিনিটে অলগা কারামোনার গোলে এগিয়ে যায় স্পেন, সেই গোলই তাদের এনে দিল প্রত্যাশিত শিরোপা। 

স্বাগতিক অস্ট্রেলিয়া সেমিফাইনালে ছিটকে পড়ায় ফাইনালে দর্শক আগ্রহ কম থাকার শঙ্কা ছিল। কিন্তু রোববার ইংল্যান্ড-স্পেন ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৭৫ হাজার ৭৮৪ জন দর্শক। দারুণ আবহে তাই দুই দলের খেলাও হয়েছে জম্পেশ। 

এবার অনেকটা আন্ডারডগ থেকে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। এর আগে কখনো শেষ ষোলোর বাঁধা পেরুতে না পারা দলটি একের পর এক রোমাঞ্চ ছড়িয়ে পৌঁছায় ফাইনালে। ফাইনালের মঞ্চও করল রঙিন। ম্যাচের ২৯ মিনিটে বা দিক থেকে বল পেয়ে বক্সের দিকে ছুটে আড়াআড়ি প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নেন কারামোনা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন