![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F20%2FTasnim-Pr-02-f1f61071822c2d8e9e3b80af5f3ca818.jpg%3Fjadewits_media_id%3D874482)
মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১৬:২৪
তুমুল জনপ্রিয় ‘সুড়ঙ্গ’ সিনেমার নতুন ভার্সন মুক্তি পাচ্ছে। যেখানে থাকছে সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটির ভেতর নতুন আরও কিছু দৃশ্য ও চমক। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার বলেই দাবি নির্মাতা রায়হান রাফীর।
ছবিটির এই নতুন ভার্সন আগামী ২৪ আগস্ট রাত ৮টা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
গত ঈদুল আজহায় (২৯ জুন) সিনেমাটি হলে মুক্তি পায়। চরকি ও আলফা আই স্টুডিওজ লিঃ -এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে ছিলেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকেই। সেই সাথে একটি আইটেম সং-এ নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শককে আরও আকর্ষিত করেছে।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব ফিল্ম
- নতুন ভার্সন