মশা তাড়ানোর যেই চমকপ্রদ আবিষ্কারের পেছনে বিনিয়োগ করছেন বিল গেটস
প্রথম আলো
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ০৯:৩১
আপনি কি মশা–আকর্ষক? মশার কামড়ের পক্ষপাতহীন ভাগ যদি আপনার কাছে না পৌঁছায়, তাহলে অনুমান করতে পারি, আপনার কাছের কারও কাছে নিশ্চয়ই পৌঁছে যাচ্ছে। কেননা কিছু কিছু মানুষ মশাকে একটু বেশিই আকর্ষণ করে।
এর কারণ সম্ভবত গায়ের ঘ্রাণ। গন্ধের ওপর নির্ভর করে মশা তার শিকার ঠিক করে। কিছু কিছু ঘ্রাণ মশাকে আকর্ষণ করে, যা জৈবিক নিয়মেই মানুষের শরীরে তৈরি হয়। দুঃখজনক হলেও সত্য যে মশার কাছে আমাদের ঘ্রাণ সুস্বাদু খাবারের মতো। শরীরে বা কাপড়ে কিছু নির্দিষ্ট স্প্রে ব্যবহার করে আপনি হয়তো কিছুক্ষণের জন্য নিজেকে লুকিয়ে রাখতে পারবেন, কিন্তু টেকসই সুরক্ষা চাইলে আপনার দৈনন্দিন রুটিনে আরও কিছু পদক্ষেপ যোগ করতে হবে। অনেকেরই হয়তো এত কিছু করার সময় নেই।
তবে একটা সুখবরও শুনতে পাচ্ছি। ডিএসএম-ফার্মেনিক নামে এক প্রতিষ্ঠান নাকি মশাকে দূরে রাখার উপায় বের করেছে, যা একদম সহজ।