নাইজারে তিন বছর ক্ষমতায় থাকতে চায় জান্তা সরকার
নাইজারে তিন বছর ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করেছে জান্তা সরকার। এরপর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির অভ্যুত্থানকারীদের নেতা জেনারেল আবদুররহমানে চিয়ানি।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ইস্ট আফ্রিকান স্টেটস বা ইকোওয়াসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন চিয়ানি। এ সময় তিনি সতর্ক করে বলেন, তার দেশে আক্রমণ করলে সহজে পার পাওয়া যাবে না। খবর: আল জাজিরা।
শনিবার (১৯ আগস্ট) রাতে নাইজারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল চিয়ানি এই পরিকল্পনার কথা জানান। তবে তিন বছর পর কীভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে সামরিক পরিষদে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষমতা
- ক্ষমতা হস্তান্তর