‘ক্ষমতাসীনরা ফের বিদেশি শক্তির ভরে মসনদে বসতে চায়’
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার নগরীর আন্দরকিল্লা মোড়ে দলটির কোতোয়ালি থানা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে এবং যারা শুধু ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির ওপর ভর করে মসনদে বসতে চায়। অর্থনীতি এখনও নিয়ন্ত্রণহীন। সারাদেশে বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। গোটা বাজার গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিংয়ের অধিকার ও বাকস্বাধীনতা নেই। বর্তমান সরকার শুধু আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে।